Logo

আন্তর্জাতিক    >>   দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল অভিশংসিত: পার্লামেন্টের ভোটে পতন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল অভিশংসিত: পার্লামেন্টের ভোটে পতন

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল অভিশংসিত: পার্লামেন্টের ভোটে পতন

শনিবার (১৪ ডিসেম্বর) দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে প্রেসিডেন্ট ইউন সুক ইওল-এর বিপক্ষে অনাস্থা ভোটে অংশ নেয়া ২০৪ জন সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। এটি ইউনের জন্য দ্বিতীয়বারের মতো অনাস্থা ভোট, যেখানে ৩০০ জন আইনপ্রণেতার মধ্যে ২০৪ জন সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেন।

জাতীয় পরিষদের ২০৪ সদস্য ইওলের অভিশংসনের পক্ষে ভোট দেন, এতে ৮৫ জন সদস্য বিপক্ষে এবং তিনজন ভোটদানে বিরত থাকেন। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এ অনাস্থা ভোটের ফলে ইউনের প্রেসিডেন্ট পদ দ্রুতই বাতিল হয়ে যাবে এবং প্রধানমন্ত্রী হান ডাক-সু ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

ইউনকে অপসারণ বা পুনর্বহাল করা হবে সাংবিধানিক আদালতের মাধ্যমে, তাকে অস্থায়ীভাবে পদে বহাল রাখা হবে। যদি আদালত ইউনকে অপসারণ করে বা তিনি নিজে পদত্যাগ করেন, তাহলে ৬০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে গত ৭ ডিসেম্বর ইউনের বিরুদ্ধে প্রথম অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু ক্ষমতাসীন দলের এমপিরা ভোট বয়কট করলে প্রস্তাবটি বাতিল হয়ে যায়।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert